ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না : এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট, নরসিংদী

সোমবার, ১০ এপ্রিল ২০১৭ , ০৯:৪২ পিএম


loading/img

আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না। ওরা শুধু ক্ষমতায় থাকতে চায়। বললেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে নরসিংদী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, বর্তমানে দেশের মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। মানুষ লিখতে পারে না, কথা বলতে পারে না, শান্তিতে ঘুমাতে পারে না।  কে কখন গুম হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, কতো মায়ের বুক খালি হয়েছে তার কোনো পরিসংখ্যান নেই। অথচ জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে এসবের কিছুই ছিল না।

সাবেক রাষ্ট্রপতি বলেন, আমাকে শেষবারের মতো একটি সুযোগ দিন। ক্ষমতায় যেতে পারলে ফের এ দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা দেবো।  দেশের সার্বিক উন্নয়নসহ সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সঙ্গে থেকে কাজ করবো।

তিনি বিএনপি ও আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, বিএনপি মামলায় জড়িয়ে জেল খাটিয়েছে আর মামলা প্রত্যাহার না করে হয়রানি করেছে আওয়ামী লীগ।   

বিজ্ঞাপন
Advertisement

সম্মেলনে শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও হাবিবুর রহমান ভূইয়াকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটি ঘোষণা করেন হুসেইন মুহম্মদ এরশাদ ও পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |